রোদ্দুর ১৪৩২

রোদ্দুর ১৪৩২

শারদ আলাপ ১৪৩২

শারদ আলাপ ১৪৩২

রোদ্দুর আবার !

এ যেন এক চক্রবৃত্ত। বছর ঘুরে পুজোর হাওয়া যখন গলিপথে, মাঠে, নদীর ঘাটে বাজনা তোলে, তখনই ফিরে আসে রোদ্দুরও। আমাদের এই পথচলার মূল শক্তিই বোধহয় এটাই—যে কোনও প্রতিকূলতা, ব্যস্ততা কিংবা দৈনন্দিন ঝঞ্ঝাটের মধ্যেও আমরা আবারও একত্র হই, এক মুঠো আলো ভাগ করে নিতে।

রোদ্দুরের আদি ঘোড়াদের অনেকেই আজ শহরের বাইরে, কেউবা ভিনদেশে, কেউ আবার ব্যস্ত জীবনের ঘূর্ণাবর্তে। কিন্তু স্মৃতির আড্ডা—গোলপার্ক রামকৃষ্ণ মিশন লাইব্রেরির ও বাইরে ছায়া সুনিবিড় ফুটপাথের আড্ডা, রবীন্দ্রসরোবরের বেঞ্চ, কিংবা ময়দানের বইমেলা — সবই যেন ডাক দেয় নতুন করে। তাই মেঘের আড়াল সরিয়ে রোদ্দুর আবারও ঝলসে ওঠে।

এবারের সংখ্যাও সেই প্রতিশ্রুতিরই আরেক পর্ব। সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, বিজ্ঞান, ভ্রমণ—যা কিছু আমাদের সময়কে, জীবনকে, সৃষ্টিকে সমৃদ্ধ করে, তার প্রতিটি রঙ এই শারদ রোদ্দুরে মিশে গেছে।

তবে এবারের রোদ্দুর : The Sunshine একটু অভিনব। শারদ সংখ্যা মুদ্রিত সংখ্যার পাশাপাশি অনলাইনে থাকছে। তবে কিছু লেখা শুধুমাত্র অনলাইন সংখ্যাতেই থাকছে। এর জন্য আমাদের ওয়েবসাইট www.theroddur.in পড়তে হবে। আসলে পৃথিবীর নানা প্রান্তের লেখক ও পাঠকের মধ্যে নিমেষে সংযোগের জন্য এর কোনও বিকল্প নেই। 

সূচিপত্রের দিকে নজর দিলেই বোঝা যাবে যে এবারের লেখালিখির মধ্যে দক্ষিণ গোলার্ধের ও দক্ষিণ ভারতের সাহিত্যের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।  

যাঁরা লেখক, কবি, শিল্পী, আলোকচিত্রী, সম্পাদক, অনুবাদক—সবাই মিলে এই সংখ্যাটিকে গড়ে তুলেছেন। পাঠক-পাঠিকাদের ভালোবাসাই আমাদের আসল প্রেরণা।

প্রতিবছর আমরা চাই এক চিলতে রোদ্দুর পৌঁছে দিই আপনাদের কাছে। এ বছরের সংখ্যাও যেন তেমনি আলো ছড়িয়ে যায়—বন্ধুত্বের, সাহিত্যের, সৃষ্টির।

শুভ শারদীয়া।

— সম্পাদকমণ্ডলী
রোদ্দুর : শারদ ১৪৩২

অনুষ্ঠানটি LIVE Streaming @YTRoddur চ্যানেলে দেখা যাবে। এই চ্যানেলটি Subscribe ও প্রিয়জনদের share করুন ।

Facebook
Twitter
LinkedIn

Letest Cover Stories

লক্ষ্মী এলেন

আজ কোজাগরী পূর্ণিমা। শরতের আকাশে জ্বলজ্বল করবে পূর্ণচন্দ্র, বাংলার ঘরে ঘরে হবে আজ লক্ষ্মীপূজা। ধানের শীষ, প্রদীপের আলো, দুধ-চালের পায়েস, আর কাঁসার থালায় সাজানো ফলমূল—এইসবের

Read More »

তামিল ও তেলেগু সাহিত্যে দেবী দুর্গা  

ড.পি.অনুরাধা  ভারতীয় সাহিত্যের ইতিহাসে দেবী দুর্গা এক বহুমাত্রিক প্রতীক। তিনি যেমন পুরাণে মহিষাসুরমর্দিনী, তেমনি গ্রামীণ লোকসংস্কৃতিতে অন্নদাত্রী মাতৃরূপে বিরাজমান। সংস্কৃত সাহিত্যে দুর্গাসপ্তশতী (মার্কণ্ডেয় পুরাণের অংশ) তাঁর পূজার

Read More »

Privious Cover Stories

লক্ষ্মী এলেন

আজ কোজাগরী পূর্ণিমা। শরতের আকাশে জ্বলজ্বল করবে পূর্ণচন্দ্র, বাংলার ঘরে ঘরে হবে আজ লক্ষ্মীপূজা। ধানের শীষ, প্রদীপের আলো, দুধ-চালের পায়েস, আর কাঁসার থালায় সাজানো ফলমূল—এইসবের

Read More »

তামিল ও তেলেগু সাহিত্যে দেবী দুর্গা  

ড.পি.অনুরাধা  ভারতীয় সাহিত্যের ইতিহাসে দেবী দুর্গা এক বহুমাত্রিক প্রতীক। তিনি যেমন পুরাণে মহিষাসুরমর্দিনী, তেমনি গ্রামীণ লোকসংস্কৃতিতে অন্নদাত্রী মাতৃরূপে বিরাজমান। সংস্কৃত সাহিত্যে দুর্গাসপ্তশতী (মার্কণ্ডেয় পুরাণের অংশ) তাঁর পূজার

Read More »

বৃত্ত পথের পরিক্রমায়

নিউজিল্যান্ডের মাওরি সাহিত্যিক উইতি ইহিমায়েরার সঙ্গে শ্রীলঙ্কার বংশোদ্ভূত কিউই লেখক ও আইনজ্ঞ ব্রানাভান জ্ঞানলিঙ্গমের আলাপচারিতা । অনুবাদ করেছেন নবকুমার দাস।  উৎস : সিডনি বুক রিভিউ

Read More »